অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ সংগীতের জগৎ থেকে একে একে প্রতিভাবান নক্ষত্রের পতন ঘটছে। আর এবার বাংলা গানের বিখ্যাত সুরকার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় প্রয়াত হলেন।
জানা গিয়েছে যে, সম্প্রতি বেশ কিছু দিন থেকেই অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। আবার হাসপাতালেও ভর্তি হয়েছিলেন। তবে কয়েকদিন আগে ছাড়া পেয়ে বাড়িতে ফেরেন। কিন্তু আজ সকালেই চিরকালীন সুর থামিয়ে পরলোকে গমন করেন। তাঁর মৃত্যুর সাথে সাথে একটি যুগের অবসান ঘটলো।
অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সুরে মান্না দে, শ্যামল মিত্র, হেমন্ত মুখোপাধ্যায় ও সন্ধ্যা মুখোপাধ্যায় সহ একাধিক শিল্পীর গান বেজে উঠেছিল। হৈমন্তী শুক্লার কন্ঠে ‘এখনও সারেঙ্গিটা বাজছে’ এই বিখ্যাত গানেও সুর দিয়েছিলেন। এর পাশাপাশি ‘ও পাখি উড়ে আয়’ গানের সুরে সুর দিয়েছিলেন।
অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বিশিষ্ট সঙ্গীতশিল্পী অরুন্ধতী হোমচৌধুরী, সৈকত মিত্র, রূপঙ্কর বাগচী সহ বহু খ্যাত্নামা শিল্পী অত্যন্ত শোকস্তব্ধ। অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা জানাতে প্রয়াত গীতিকার-সুরকারের দেহ বাণীচক্রে শায়িত থাকবে।