নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ গতকাল রাতেরবেলা পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর থানার অন্তর্গত জামুড়িয়া দুই নম্বর ব্লকের ডোম-বাউড়িপাড়া এলাকায় প্রেমে প্রত্যাখ্যাত হয়ে রাগের বশে প্রেমিকার পরিবারের সদস্যদের উপর বোমা ছোঁড়ার অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে।
অভিযোগ উঠছে যে, এলাকার বাসিন্দা রাজীব বাউড়ির সাথে ওই এলাকার এক তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু এক বছর আগেই তরুণী এই সম্পর্ক থেকে বেরিয়ে আসলেও রাজীব সম্পর্ক রাখার জন্য তরুণীকে খুনের হুমকি দিয়ে চাপ দিতেন।
এরপর গতকাল রাতেরবেলা তরুণ ওই তরুণীর পরিবারের সদস্যদের উদ্দেশ্য করে বোমা ছোঁড়েন। আর বোমার আঘাতে ওই পরিবারের তারক বাদ্যকর, মানিক বাদ্যকর, হাদু বাউড়ি ও লক্ষ্মীকান্ত বাউড়ি নামে চার জন আহত হয়েছেন। আহতদের বাহাদুরপুর স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
আপাতত পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে। এই সমগ্র ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।