অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ রাতভর ঘূর্ণিঝড় ‘দানা’-র ল্যান্ডফল প্রক্রিয়া চলেছে। আজ সারাদিন দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। যার প্রভাবে এদিন ভোরবেলা থেকে প্রবল বৃষ্টি শুরু হয়েছে। রাত থেকেই সাগরদ্বীপ তথা দক্ষিণ চব্বিশ পরগণা জেলা জুড়ে ব্যাপক বৃষ্টি হয়েছে। বেলা বাড়লেও আকাশে আলোর দেখা নেই। একাধিক জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। অতি ভারী বৃষ্টি হতে পারে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ থেকে আগামী ৩০ শে অক্টোবর অর্থাৎ বুধবার অবধি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। আজ ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগণায় প্রবল বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। হাওড়া, হুগলী, বাঁকুড়া, হাওড়া, কলকাতা, পুরুলিয়া এবং উত্তর চব্বিশ পরগণায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। আর দক্ষিণের বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরের কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে।
Sponsored Ads
Display Your Ads Here
তবে রবিবার থেকে আবহাওয়ার উন্নতি হবে বলে জানা গিয়েছে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রী সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ২৬.৫ ডিগ্রী সেলসিয়াস ছিল। যা স্বাভাবিকের তুলনায় ৫.২ ডিগ্রী কম। আর সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৪ ডিগ্রী সেলসিয়াস ছিল। যা স্বাভাবিকের থেকে ২.৪ ডিগ্রী বেশী। এছাড়া বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৫ শতাংশ এবং ন্যূনতম ৮৮ শতাংশ।
Sponsored Ads
Display Your Ads Here