অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী রাজ্যের সরকারপোষিত গ্রন্থাগারগুলিতে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করার ঘোষণা করেন।
এই মূহূর্তে রাজ্যে গ্রামীণ গ্রন্থাগারের সংখ্যা প্রায় দেড় হাজার। বহু গ্রন্থাগারে গ্রন্থাগারিক না থাকার অভিযোগও উঠছিল। এতদিন কালিম্পং, দার্জিলিং, ঝাড়গ্রাম ও আলিপুরদুয়ারে ‘লোকাল লাইব্রেরি অথরিটি’ (এলএলএ) গঠিত না হওয়ায় এই নিয়োগ প্রক্রিয়া আটকে ছিল। সম্প্রতি গ্রন্থাগার দপ্তর ওই চারটি জেলায় এলএলএ গঠনের বিষয়ে উদ্যোগী হয়েছে। এরপর নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে।
Sponsored Ads
Display Your Ads Here
গ্রন্থাগার এবং জনশিক্ষা প্রসার পরিষেবা বিভাগের মন্ত্রী সিদ্দিকুল্লা বলেন, ‘‘আগামী কয়েক দিনের মধ্যে আলিপুরদুয়ার জেলায় এলএলএ গঠনের কাজ সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে। তার পরে বাকি জেলাগুলিতেও ওই কমিটি গঠন হয়ে যাবে। এক বার কমিটি গঠন হয়ে গেলে আর নিয়োগের ক্ষেত্রে কোনো সমস্যা থাকবে না।’’
Sponsored Ads
Display Your Ads Here
প্রসঙ্গত, করোনা পরিস্থিতির কারণে ২০২০ সাল থেকে গ্রন্থাগারগুলি পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল। সেই সময় অবসর নেওয়া কর্মীদের জায়গায় আর নতুন করে কর্মী নিয়োগ করা যায়নি। ধীরে ধীরে পরিস্থিতি অনুকূল হওয়ায় সরকারী গ্রন্থাগারগুলি ছন্দে ফিরতে শুরু করায় গ্রন্থাগার দপ্তর কর্মী নিয়োগের বিষয়ে পদক্ষেপ গ্রহণ করতে উদ্যোগী হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here