নিজস্ব সংবাদদাতাঃ মহারাষ্ট্রঃ মহারাষ্ট্রের নান্দেড়ের ভান্ডারী ফিন্যান্স ও আদিনাথ কো-অপারেটিভ ব্যাংকে আয়কর দপ্তরের অভিযানে বিপুল পরিমাণ নগদ টাকা ও কয়েক কেজি সোনা উদ্ধার হয়েছে। ৭২ ঘণ্টা একটানা অপারেশনটি চলে। এর মধ্যে শুধু চোদ্দ ঘন্টা নগদ টাকা গুনতেই লেগেছে।
আয়কর দপ্তর সূত্রে খবর, নান্দেড়ে ভান্ডারী পরিবারের বেসরকারী বিনিয়োগের ব্যবসা রয়েছে। সেই ব্যবসায় কর ফাঁকির অভিযোগ ছিল। সেই সূত্রেই পুণে, নান্দেড়ে, নাসিক, নাগপুর, পরভনি এবং ছত্রপতি শম্ভাজিনগরের মতো মহারাষ্ট্রের ছ’জেলায় শতাধিক আয়কর আধিকারিক মিলে তল্লাশি চালানো হয়। একশো জনেরও বেশী আয়কর আধিকারিক পঁচিশটি গাড়িতে করে নান্দেড়ের আলি ভাই টাওয়ার নামের বিল্ডিংয়ে ভান্ডারী ফাইন্যান্স প্রাইভেট লিমিটেডের কার্যালয়ে গিয়ে তল্লাশি শুরু করে।
Sponsored Ads
Display Your Ads Here
Sponsored Ads
Display Your Ads Hereসেখানে মোট ১৭০ কোটি টাকার হিসাব-বহির্ভূত সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে। তাতে চোদ্দ কোটি নগদ টাকা রয়েছে। যা গুনতে টাকা গোনার যন্ত্র আনা হয়। এছাড়া আট কেজি সোনা সহ প্রচুর নথিপত্র উদ্ধার হয়েছে। আর আয়কর কর্তারা নথিগুলি আলাদা ভাবে যাচাই করে দেখছেন। যদি নথি থেকে আরো বেআইনী সম্পত্তির খোঁজ পাওয়া যায়। পাশাপাশি আগামীদিনেও আয়কর দপ্তর নির্দিষ্ট তথ্যের উপর ভিত্তি করে এভাবেই তল্লাশি অভিযান জারি রাখবে বলে জানা গিয়েছে।