নিজস্ব সংবাদদাতাঃ কেরলঃ কেরলের কোচিতে একটি পরিত্যক্ত বাড়ি থেকে মানুষের হাড়গোড় উদ্ধার হওয়ার ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে যায়। মূলত ওই বাড়িটির মধ্যে থাকা একটি অব্যবহৃত একটি ফ্রিজের মধ্যে প্লাস্টিকে জড়ানো মানুষের খুলি ও হাড়গোড় রাখা ছিল। কিন্তু এই খুলি এবং হাড়গোড় কার? কিভাবেই বা পরিত্যক্ত বাড়িতে এসেছে? তা ঘিরেই ক্রমশ রহস্য বাড়ছে।
সূত্রের খবর, বাড়িটি কোচির একেবারে শেষ প্রান্তে। প্রায় কুড়ি বছর ধরে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। এলাকাবাসীরাও সচরাচর ওই বাড়ির কাছে যান না। এলাকাবাসীদের দাবী, “বেশ কিছু দিন ধরেই ওই বাড়িতে সন্দেহজনক ভাবে কয়েক জনকে ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছিল। মালিক বাড়ি ছেড়ে চলে যাওয়ার পরে সেটি দুষ্কৃতীদের আড্ডাক্ষেত্র হয়ে উঠেছিল। ফলে ওই বাড়ির ধারে কাছে কেউ আসার সাহস করতেন না।”
Sponsored Ads
Display Your Ads Here
তবে দিনের পর দিন ওই বাড়িতে দুষ্কৃতীদের আনাগোনা বাড়তে থাকায় এলাকাবাসীরা পুলিশের কাছে খবর দেন। পুলিশ খবর পেয়ে গতকাল ওই বাড়িতে তল্লাশি অভিযানে আসে। তখনই বাড়ির ভিতরে রাখা একটি ফ্রিজের প্যাকেটের ভিতর থেকে খুলি ও হাড়গোড় উদ্ধার হয়। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, খুলি এবং হাড়গোড়গুলি বেশ কয়েক বছর আগের। যদিও কত বছর আগের তা জানতে, পরীক্ষা করা হবে বলে জানানো হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here