নিজস্ব সংবাদদাতাঃ কেরলঃ গতকাল রাতেরবেলা কেরলের আলাপ্পুড়া জেলায় একটি বাসের সাথে গাড়ির সংঘর্ষে গাড়িতে থাকা ৫ জন পড়ুয়ার মৃত্যু হয়েছে। আর ২ জন আহত হয়েছে। মৃত ছাত্রদের নাম শ্রীদীপ, ইব্রাহিম, দেবানন্দ, মহম্মদ ও মুহাসিন। সকলেই বন্দনম মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিল।
সূত্রের খবর, ঘটনার দিন শ্রীদীপ, ইব্রাহিম, দেবানন্দ, মহম্মদ এবং মুহাসিন একটি শেভ্রোলে গাড়িতে চড়ে যাচ্ছিল। রাস্তায় যানজট কম থাকায় বেপরোয়া গতিতে গাড়ি চলছিল। কিন্তু একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে গাড়িটির চাকা পিছলে সামনে থাকা একটি সরকারী বাসে ধাক্কা মারে। ফলে গাড়িটি একেবারে দুমড়েমুচড়ে যায়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায়। এরপর কোনো মতে শ্রীদীপ, ইব্রাহিম, দেবানন্দ, মহম্মদ ও মুহাসিনকে গাড়ি কেটে ভিতর থেকে বের করা হয়।
Sponsored Ads
Display Your Ads Here
এই দুর্ঘটনায় তিন জন পড়ুয়ার ঘটনাস্থলেই মৃত্যু হয়। আর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরও দু’জনের মৃত্যু হয়। বাকি দুই ছাত্রকে গুরুতর আহত অবস্থায় আলাপ্পুড়া মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে, এই দুর্ঘটনার জেরে বাসটির বনেটও ক্ষতিগ্রস্ত হয়েছে। গুরুভায়ুর থেকে কায়মকুলমগামী ওই বাসে চার জন যাত্রী ছিলেন। এই দুর্ঘটনায় ওই চার জন যাত্রীও আহত হয়েছেন। তবে এখন তাদের অবস্থা স্থিতিশীল। কিন্তু এই দুর্ঘটনা ঘটেছে কিভাবে পুলিশ তা খতিয়ে দেখছে।
Sponsored Ads
Display Your Ads Here