চয়ন রায়ঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ বসন্ত চলে গেলেও বসন্তের রেশ যে আজও একেবারে বিলীন হয়ে যায়নি তার অন্যতম নজির দেখা গেল Knowledge City Campus এ। প্রকৃতির এই তীব্র দাবদাহকে উপেক্ষা করে বসন্তের রঙিন ছোঁয়ায় এখানকার শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে ছোটো থেকে বড়ো সমগ্র শিক্ষার্থীরাই মেতে উঠেছিল।
Sponsored Ads
Display Your Ads Hereসকাল থেকেই নাচ-গান-আবৃত্তিতে মত্ত হয়ে উঠেছিল শিক্ষাপ্রাঙ্গন। এই বসন্ত উৎসবের পাশাপাশি এদিন Knowledge City-র কর্ণধার আবদুর রব মহাশয়ের উদ্যোগে শিক্ষার্থীদের সুপ্রতিষ্ঠিত করতে এখানে একটি প্যারামেডিকেল কলেজের ভিত্তি প্রতিস্থাপিত হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here