চয়ন রায়ঃ নদীয়াঃ চোখ আমাদের অমূল্য সম্পদ। আর চোখের যত্ন আবশ্যিক। তাই চোখের সমস্যায় আক্রান্ত মানুষের পাশে দাঁড়াতে, অবসরপ্রাপ্ত স্টেট ব্যাঙ্ক কর্মী শংকরেশ্বর দত্ত নিজের জ্যেষ্ঠ পুত্র শুভেন্দু দত্তের স্মৃতিতে গোবরাপোতা গ্রামে Suvendu Memorial Seva Pratisthan প্রতিষ্ঠিত করেছেন। এখানে অত্যন্ত যত্নের সাথে চোখের যাবতীয় চিকিৎসা করা হয়।
এই সেবা প্রতিষ্ঠানের পাশাপাশি এখানকার কর্ণধার শ্রী শংকরেশ্বর দত্ত ধর্মীয় ভাবাবেগে উদ্বুদ্ধ হয়ে রথযাত্রা পালন করলেন। পুরীর জগন্নাথ ধাম থেকে শ্রী শ্রী জগন্নাথ, বলরাম ও শুভদ্রার মূর্তি নিয়ে আসা হয়েছে। এদিন সকলপ্রকার নিয়ম-রীতি মেনেই এই রথ মাসির বাড়ির পথে যাত্রা করে। এই অনুষ্ঠানে বহু মানুষের সমাগমও হয়েছিল।