নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ নারী নির্যাতনে বার বারই খবরের শিরোনামে উত্তরপ্রদেশের নাম উঠে এসেছে। এবার উত্তরপ্রদেশেরই বরেলিতে ঘটে গেল এক বেনজির ঘটনা৷ গণধর্ষণ হয়েছে, তার প্রমাণ দিতে নির্যাতিতা অন্তঃসত্ত্বা মহিলার পরিবার মৃত ভ্রূণ হাতে নিয়ে থানায় পৌঁছাল। এই ঘটনায় ওই নির্যাতিতা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা যায়, গত ১৩ ই সেপ্টেম্বর বরেলির মাঝগাঁওয়া গ্রামে তিন মাসের অন্তঃসত্ত্বা ওই মহিলা ক্ষেতের কাজ করতে বাড়ি থেকে বেরিয়েছিলেন। সেখানেই ওই মহিলাকে তিন জন ধর্ষণ করেন। কিন্তু সময় মতো বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা ওই মহিলার খোঁজ করতে শুরু করেন। এরপর কাজের জায়গা থেকে কিছু দূরেই গুরুতর আহত অবস্থায় খুঁজে পাওয়া গেলে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা পরীক্ষা করে জানান, ওই মহিলার গর্ভপাত হয়ে গিয়েছে।
তারপর চিকিৎসা শুরু হলে পরিবারের সদস্যরা মৃত ভ্রূণটি একটি প্লাস্টিকের কৌটোয় ভরে থানায় হাজির হয়ে গণধর্ষণের প্রমাণস্বরূপ তা পুলিশের কাছে জমা দেন। এই ঘটনায় তার পরিবারের সদস্যরা পুলিশের কাছে অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার করে কড়া শাস্তির দাবী জানান।
এই ঘটনায় পুলিশ সুপার দেহাত রাজকুমার আগরওয়াল নিজে উদ্যোগী হয়ে ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন। এর পাশাপাশি ওই মহিলার বয়ান রেকর্ড করা হয়েছে। তবে ঘটনার পর ন’দিন কেটে গেলেও এখনো অবধি পুলিশ কোনো অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি।