নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ গতকাল অযোধ্যায় নব নির্মীয়মান রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। আর আজ সাধারণের জন্য মন্দিরের দ্বার উন্মুক্ত হওয়ায় সকালবেলা থেকেই শীত উপেক্ষা করে সাধারণ মানুষ মন্দির দর্শনের পাশাপাশি মন্দিরে আরতি দেখার ভিড় করছিলেন। গতকালই অযোধ্যায় লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়েছিলেন। কিন্তু এদিন আরো মানুষের সমাগম বেড়েছে।
এদিন সকালবেলা ৭টায় মন্দিরের দরজা খুলে দেওয়া হয়। রামলালা দর্শনের জন্য ভোরবেলা ভক্তরা সরযূ নদীতে ডুব দিয়ে মন্দিরে পুজো দিতে উপস্থিত হন। পাশাপাশি মন্দিরেও কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সেখানে ত্রিস্তরীয় ব্যারিকেড করা হয়েছে। ত্রিস্তরীয় ব্যারিকেড পার করার পর সিকিউরিটি চেকিং আছে। প্রথম দিনে রামলালার দর্শন পেতে প্রায় সাড়ে তিন ঘন্টা সময় লাগছে। তাতেও দর্শনার্থীরা প্রবল আগ্রহ সহকারে জমায়েত হচ্ছেন।
Sponsored Ads
Display Your Ads Here