রায়া দাসঃ কলকাতাঃ আজ সকাল ৯টা ৫৪ মিনিট নাগাদ সারদা মঠ ও রামকৃষ্ণ সারদা মিশনের প্রবীণতম সন্ন্যাসিনী প্রব্রাজিকা আনন্দপ্রাণা মাতাজী সারদা মঠের সদর দপ্তরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালীন বয়স হয়েছিল ৯৭ বছর। সারদা মঠ সূত্রের খবর, বিগত কয়েক দিন বার্ধক্য জনিত অসুস্থতায় ভুগছিলেন।
বিকেলবেলা ৪টে ৩০ মিনিট থেকে সন্ধ্যাবেলা ৬টা ৩০ মিনিট অবধি আনন্দপ্রাণা মাতাজীর দেহ দক্ষিণেশ্বরে সারদা মঠের প্রধান কার্যালয়ে রাখা থাকবে। সেখানেই তাঁকে ভক্তরা শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ পাবেন। এরপর শেষকৃত্য সম্পন্ন হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনন্দপ্রাণা মাতাজীর মৃত্যুতে এক্স হ্যান্ডলে পোস্ট করে শ্রদ্ধাজ্ঞাপন করেন। ১৯২৭ সালে আনন্দপ্রাণা মাতাজী কলকাতায় জন্মগ্রহণ করেন। আর ছোটো থেকেই প্রবল ঈশ্বরানুরাগ ছিল। রামকৃষ্ণ মঠ ও মিশনের সাথেও যোগাযোগ ছিল।
তারপর বেলুড় মঠের সপ্তম সভাপতি স্বামী শঙ্করানন্দের কাছ থেকে দীক্ষা গ্রহণ করেন। ১৯৫৭ সালে বাগবাজার নিবেদিতা উচ্চ বালিকা বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। পরে সারদা মঠের সাথে যুক্ত হন। ২০২২ সালে সারদা মঠের চতুর্থ সভাপতি প্রব্রাজিকা ভক্তিপ্রাণার জীবনাবসানের পর ২০২৩ সালের ১৪ ই জানুয়ারী আনন্দপ্রাণা মাতাজী ওই পদে বসেন। এর আগে সঙ্ঘের সহ সভাপতি পদের দায়িত্ব সামলেছেন। সারা জীবন সমাজ এবং মানব কল্যাণের জন্য কাজ করেছেন। তবে আনন্দপ্রাণা মাতাজীর মৃত্যুতে সঙ্ঘে শোকের ছায়া নেমেছে।