নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ পহেলগাঁওয়ের পাশবিক হত্যা নিয়ে আজ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ গুরুত্বপূর্ণ বৈঠক সারলেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান ছাড়াও ওই বৈঠকে তিন বাহিনীর প্রধানও উপস্থিত ছিলেন। প্রায় আড়াই ঘণ্টা ধরে চলা ওই বৈঠকে সর্বোচ্চ সামরিক প্রস্তুতি নিয়ে রাখার জন্য বলা হয়েছে। আর জঙ্গিনিধন অভিযানকে আরো জোরদার করার জন্যও বলা হয়েছে।
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ এই হত্যালীলাকে কাপুরুষোচিত বলে ব্যাখ্যা করে জানান, “আমি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই যে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ করবে। আমরা শুধুমাত্র এই হামলার অপরাধীদেরই নয়, যারা পর্দার আড়ালে থেকে ষড়যন্ত্র করেছে, তাদের বিরুদ্ধেও পদক্ষেপ করব। যারা এই ঘটনা ঘটিয়েছে, তারা শীঘ্রই এর জোরালো ও স্পষ্ট প্রতিক্রিয়া দেখতে পাবে।” এই ঘটনার হামলাকারী অর্থাৎ পাক জঙ্গিগোষ্ঠী লশকর-ই-ত্যায়বার ছায়া সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ)। ২০১৯ সালে যখন জম্মু-কাশ্মীরের ‘বিশেষ মর্যাদার’ সদ্য অবলুপ্তি হয়েছে। ঠিক সেই রাজনৈতিক পরিস্থিতির মাঝেই কাশ্মীরি জঙ্গি শেখ সাজ্জাদ গুলের হাতে টিআরএফের উত্থান হয়েছিল।
Sponsored Ads
Display Your Ads Here
অন্যদিকে, ইতিমধ্যে পাকিস্তান পহেলগাঁওয়ের ঘটনার থেকে নিজেদের দূরত্ব তৈরী করতে শুরু করেছে। সে দেশের প্রতিরক্ষামন্ত্রীর দাবী, “পহেলগাঁও হামলায় আমাদের কোনো হাত নেই।” এদিকে ওই ঘটনার কথা জানতে পেরেই সকালবেলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সৌদি আরবের সফর কাঁটছাঁট করে দেশে ফিরে এসে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সাথে একটি বৈঠক করেছেন। সন্ধ্যাবেলা নিরাপত্তা সংক্রান্ত কেন্দ্রীয় মন্ত্রিসভার কমিটির আরো একটি বৈঠকের কথা রয়েছে। ওই বৈঠকেও অজিত ডোভাল উপস্থিত থাকতে পারেন।
Sponsored Ads
Display Your Ads Here