ফের রাজ্য নির্বাচন কমিশনারের পদে বসছেন রাজীব সিংহ

Share

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ অবশেষে রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার পদে নিয়োগে রাজ্যপাল সিভি আনন্দ বোস নবান্নের প্রস্তাবই মেনে রাজ্যের প্রাক্তন মুখ্যসচীব রাজীব সিংহকে ওই পদে নিয়োগের ব্যাপারে অনুমোদন দিয়েছেন। এই নিয়োগ নিয়ে গত বেশ কিছু দিন ধরে রাজভবনের সাথে নবান্নের টানাপড়েন চলছিল।

আর কয়েক মাস পরেই রাজ্যে পঞ্চায়েত ভোট হওয়ার কথা। সে ক্ষেত্রে রাজীব সিংহের নেতৃত্বেই এই ভোট হতে চলেছে। প্রসঙ্গত, গত ২৮ শে মে রাজ্যের নির্বাচন কমিশনার পদে থাকা সৌরভ দাসের মেয়াদ শেষ হয়েছিল। নবান্ন নিয়মমাফিক পরবর্তী কমিশনার হিসেবে রাজীব সিংহের নাম প্রস্তাব করে রাজ্যপালের কাছে পাঠিয়েছিল।


কিন্তু তখন সিভি আনন্দ বোস একক নামে ছাড়পত্র দিতে অনুমোদন দেননি। ফলে রাজভবন নবান্নকে আরো নাম পাঠানোর কথা বলেছিল। আর রাজভবনের সেই বার্তা পেয়ে নবান্ন রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব পদমর্যাদার অফিসার অজিতরঞ্জন বর্ধনের নাম সুপারিশ করেছিল। তখন আবার রাজভবন তৃতীয় নাম চেয়ে পাঠালে নবান্ন তৃতীয় নাম পাঠানোর প্রস্তাব মানবে না বলে জানায়।


নবান্নের এক শীর্ষকর্তা জানান, “এই ব্যাপারে রাজভবনের এক্তিয়ার অনেকটাই সীমিত। রাজ্য নির্বাচন কমিশনার হিসাবে রাজ্য সরকারই কোনো নাম বেছে নেয়। সাধারণত রাজ্যপাল তাতেই সিলমোহর দেন। তবে এক্ষেত্রে তা হয়নি। তিনটি নাম পাঠানোর পদ্ধতি দেশের মুখ্য নির্বাচন কমিশনারের ক্ষেত্রে প্রযোজ্য। সেই বিধি রাজ্য নির্বাচন কমিশনার ক্ষেত্রে নয়।”


ফলে রাজ্য নির্বাচন কমিশনার হিসাবে রাজীব সিংহের নামেই অনুমোদন দেওয়া হয়েছে। এর আগে তিনি রাজ্যের মুখ্যসচিব হিসাবে দায়িত্ব পালন করেছেন। পরে রাজ্যে শিল্পোন্নয়ন নিগমের চেয়ারম্যান পদে দায়িত্ব দেওয়া হয়। এবার ওই পদ থেকে সরিয়ে আবার রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার পদে বসানো হবে।

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2025
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031