অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আষাঢ় মানেই বর্ষার আগমন। আর এই আষাঢ়ে পা ফেলা মাত্রই গতকাল রাত থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা জুড়ে বৃষ্টি হচ্ছে। এছাড়া রাজস্থান থেকে বঙ্গোপসাগর অবধি নিম্নচাপ অক্ষরেখা তৈরী হওয়ায় আগামী ২৪ ঘণ্টা বৃষ্টি হবে।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে মৌসুমী বায়ুর তীব্র প্রভাব থাকায় আগামী ২৪ ঘণ্টা বৃষ্টি পড়বে। এমনিতেই বর্ষার আগমনে গত কয়েকদিন থেকেই আকাশ মেঘাচ্ছন্ন। আর আগামী ২৪ ঘণ্টা আকাশ মেঘাচ্ছন্ন থাকার পাশাপাশি দফায় দফায় বৃষ্টি চলবে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ কিলোমিটার থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে।
Sponsored Ads
Display Your Ads Here
আবার কোথাও কোথাও বজ্রবিদ্যুত্ সহ দু-এক পশলা ভারী বৃষ্টির সতর্কবার্তাও আছে। কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলা ছাড়াও বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদের মতো দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও এই বৃষ্টি অব্যাহত থাকবে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ৫২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
দক্ষিণবঙ্গের সাথে সাথে উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুত্ সহ হালকা এবং মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকছে। মালদা, দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
এই বৃষ্টিপাতের ফলে বাতাসের তাপমাত্রাও অনেকটা কমেছে। শহরের সর্বাধিক ২৯ ডিগ্রী এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রী সেলসিয়াসের আশপাশেই থাকবে।