অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ বৈশাখ মাস আসার আগেই গোটা রাজ্যে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরী হয়ে গিয়েছে। গরমের জেরে মানুষের নাজেহাল অবস্থা। বৃষ্টির পূর্বাভাস এলেও বৃৃষ্টি হচ্ছে না। এই পরিস্থিতিতে নতুন সপ্তাহে আবার আলিপুর আবহাওয়া দপ্তর বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। সেই সঙ্গে তাপমাত্রাও কমতে পারে।
আবহাওয়া দপ্তর সূত্রে জানা যায়, আজ থেকে আগামী শনিবার অবধি কলকাতা সহ সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির জন্য আলাদা সতর্কতা জারি হয়েছে। এদিন কলকাতা সহ প্রতি জেলাতেই বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়া বইতে পারে। আর আগামীকাল বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম, পুরুলিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে সতর্কতা জারি করা হয়েছে।
আগামী দু’দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার হেরফেরের তেমন কোনো সম্ভাবনা নেই। তবে ধীরে ধীরে তাপমাত্রা কমবে। পরবর্তী তিন দিনে আরো দু’ডিগ্রী থেকে তিন ডিগ্রী পারদ নামতে পারে বলে মনে করা হচ্ছে। উত্তরবঙ্গেও সপ্তাহ জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সব জেলায় ঝোড়ো হাওয়া সহ বজ্রপাতের সাথে হালকা থেকে মাঝারী বৃষ্টি হতে পারে। কিন্তু আজ এবং আগামীকাল ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশী। এর ফলে উত্তরবঙ্গেও তাপমাত্রা দুই ডিগ্রী থেকে তিন ডিগ্রী কমবে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.২ ডিগ্রী সেলসিয়াস ছিল যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রী বেশী।