অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশে কলকাতা সহ বিভিন্ন জেলায় দফায় দফায় হালকা থেকে মাঝারী বৃষ্টি হচ্ছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, সারারাত কলকাতা, হাওড়া, হুগলী, নদীয়া, উত্তর চব্বিশ পরগণা ও দক্ষিণ চব্বিশ পরগণা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এই বৃষ্টি চলবে।
এই বৃষ্টির জেরে তাপমাত্রা একধাক্কায় স্বাভাবিকের থেকে প্রায় পাঁচ ডিগ্রী সেলসিয়াস নীচে নেমে গেছে। এছাড়াও বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এছাড়া আগামীকালও নদীয়া, বীরভূম, মুর্শিদাবাদ, উত্তর চব্বিশ পরগণা ও দক্ষিণ চব্বিশ পরগণায় হালকা থেকে মাঝারী বিক্ষিপ্ত বৃষ্টি হবে।
আর বুধবার নদীয়া, বাঁকুড়া, হাওড়া, হুগলী, কলকাতা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগণা এবং দক্ষিণ চব্বিশ পরগণা সহ প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে।
এর পাশাপাশি আজ ও আগামীকাল উত্তরবঙ্গের বিভিন্ন জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।