অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ সপ্তাহের শেষেই রাজ্যের কোথাও ভারী বৃষ্টি আবার কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই আগামী দু’দিন কলকাতার তাপমাত্রা কিছুটা কমবে। রবিবারের পর থেকে আবার শহরে দিনের তাপমাত্রা দুই ডিগ্রী থেকে চার ডিগ্রী বাড়বে।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, আগামীকাল কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে হালকা থেকে মাঝারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর শনিবারও রাজ্যের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
উত্তরের জেলাগুলিতে হাওয়ার বেগ ঘণ্টায় ৩০ কিলোমিটার থেকে ৪০ কিলোমিটার হতে পারে। এছাড়া দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির সাথে ঘণ্টায় ৪০ কিলোমিটার থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
Sponsored Ads
Display Your Ads Here
ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগণার কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। বাকি সব জেলায় হালকা থেকে মাঝারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুরে শিলাবৃষ্টিও হতে পারে। রবিবার থেকে ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হবে। সোমবার থেকে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।
Sponsored Ads
Display Your Ads Here