অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা কমবে। আলিপুরদুয়ার এবং কোচবিহারে যেকোনো সময়ে দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হবে।
তবে দক্ষিণবঙ্গে আপাতত একটানা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। মূলত বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে। বাতাসে জলীয় বাষ্প বেশী থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়তে পারে। সার্বিকভাবে গত ৭২ ঘণ্টার তুলনায় বৃষ্টির পরিমাণ কমবে।
Sponsored Ads
Display Your Ads Here
এদিকে মালদা, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এছাড়া কোচবিহার এবং আলিপুরদুয়ারে মাঝারি থেকে হালকা বৃষ্টি বা দু-এক পশলা ভারী বৃষ্টিপাত জারি থাকবে।
Sponsored Ads
Display Your Ads Here
অন্যদিকে আগামী দু’দিনের মধ্যে দিল্লি, পাঞ্জাব, চণ্ডীগড়, হরিয়ানা, উত্তরাখন্ড, উত্তরপ্রদেশ ও হিমাচল প্রদেশের কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
আবার ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড, পন্ডিচেরী, অন্ধ্রপ্রদেশ, ছত্রিশগড়, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ এবং পশ্চিমের গোয়া ও কঙ্কন সহ কর্ণাটক উপকূলে ভারী বৃষ্টিপাত হবে।