পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ গতকাল রাতেরবেলা থেকে রাজ্যের বিদ্যুৎ দপ্তরের কর্মীরা দক্ষিণ চব্বিশ পরগণার বারুইপুর স্টেশন সংলগ্ন আধুনিক ইন্টারলকিং সিগন্যালিং রুমের সামনে কাজে নামেন। আর সেই কাজ করতে গিয়েই চরম বিপত্তি নেমে আসে। ষোলোটি সিগন্যালিং তারে সেই মাইক্রোটানেলিং মেশিনের কোপ পড়ে। এতেই বেশ কিছু গুরুত্বপূর্ণ তার ছিঁড়ে যায়। ফলে পুরো সিগন্যালিং ব্যবস্থার উপরে বড়োসড়ো প্রভাব পড়ে।
এই বিপর্যয় ঘটতেই পূর্ব রেলের বড়োসড়ো আর্থিক ক্ষতি হয়ে গেল। হিসাব অনুযায়ী রেলের ৬২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এদিকে শিয়ালদহ দক্ষিণ শাখায় বারুইপুর গুরুত্বপূর্ণ জংশন। এর জেরে সোনারপুর, লক্ষ্মীকান্তপুর সহ ডায়মন্ড হারবার শাখাতেও প্রভাব পড়ে। এই ঘটনার জেরে প্রায় ৩৭টি ট্রেন সমস্যার মধ্যে পড়ে। বেশ কিছু ট্রেনকে মাঝপথে থামিয়ে দিতে হয় আবার কিছু ট্রেন ঘন্টাখানেক দেরীতে চলে।
পূর্ব রেলের তরফে রাজ্যের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে জানানো হয়েছে, বিদ্যুৎ দপ্তর কোনোরকম অনুমতি না নিয়েই রেলের জমিতে এই মাইক্রোটানেলিং পদ্ধতিতে নিজেদের দপ্তরের কাজ করতে গিয়েছিল। এই ঘটনায় এখনো অবধি পুরোপুরি মেরামতিও সম্ভব হয়নি। কাজ চলছে বলে জানা যাচ্ছে। এরফলে আগামীকালের ট্রেন চলাচলের ক্ষেত্রেও প্রভাব পড়বে। আর দেরীতে ট্রেন চলাচল করতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here