অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ পূর্ব রেল সম্প্রতি একটি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, ‘লোকাল ট্রেনের ভিতরে কুরুচিকর যেসব বিজ্ঞাপন যথেচ্ছভাবে লাগানো হয়েছে, সেগুলো ট্রেন যাত্রীরা পছন্দ করেন না। আর এটি রেলওয়ে আইন বিরুদ্ধ। এই ধরণের বিজ্ঞাপনগুলি ট্রেনের ভিতরে লাগানো হলে রেলের তরফে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’ ইতিমধ্যেই আরপিএফ বিভিন্ন ডিভিশনে এই অবৈধ বিজ্ঞাপনের বিরুদ্ধে অভিযান শুরু করেছে।
পূর্ব রেল এই খবর প্রচার করার সঙ্গে সঙ্গে নিত্যযাত্রীদের পক্ষ থেকেও খুব ভালো সাড়া পাওয়া যাচ্ছে। তাই বোঝাই যাচ্ছে, ট্রেন যাত্রীরা এই ধরণের অনৈতিক ও কুরুচিকর বিজ্ঞাপন পছন্দ করেন না। পূর্ব রেলের পক্ষ থেকে নিত্যযাত্রীদের কাছে অনুরোধ, ‘ভবিষ্যৎ এ এই ধরণের বিজ্ঞাপন ট্রেনের কামরায় লাগাতে দেখলে কর্তব্যরত আরপিএফকে জানাবেন।’ অতএব ট্রেনের যাত্রীদের কাছ থেকে সাড়া পাওয়া গেলে ট্রেনের অভ্যন্তরীণ পরিবেশের মান আরো উন্নত হবে। যা কার্যত যাত্রীদের দৃশ্য দূষণের হাত থেকে বাঁচাবে।