Indian Prime Time
True News only ....

ভিড় নিয়ন্ত্রণে আনতে নয়া উদ্যোগ নিতে চলেছে রেল

- sponsored -

- sponsored -

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ করোনা আবহের জেরে দীর্ঘদিন স্বাভাবিক ভাবে লোকাল ট্রেন চলাচল বন্ধ থাকার পর অবশেষে গত ৩১ শে অক্টোবর থেকে রাজ্য সরকার সময় সূচী মেনে ৫০ শতাংশ যাত্রী নিয়ে লোকাল ট্রেন চালানোর অনুমতি দিয়েছে।

এছাড়া অত্যন্ত প্রয়োজন ছাড়া লোকাল ট্রেনে যাতে সফর না করা হয় এর জন্য রাজ্য প্রশাসনের পাশাপাশি রেলের তরফে অনুরোধ করা হয়েছে। মুম্বই শাখায় লোকাল ট্রেনে ভিড় কমানোর জন্য অসংরক্ষিত টিকিটের অ্যাপ ইউটিএস (আনরিজার্ভ টিকেটিং সিস্টেম) এর সাথে করোনা ভ্যাক্সিনের অ্যাপ কো-উইন যুক্ত করার কথা পরিকল্পনা চলছে।

আর সেটা হয়ে গেলে যারা দু’টো ভ্যাক্সিন নিয়েছে তারাই ওই অ্যাপ থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন। ইউটিএস কেন্দ্রীয় ভাবে পরিচালিত সর্বভারতীয় টিকিট কাটার অ্যাপ। যদি এই অ্যাপ কো-উইন অ্যাপের সাথে যুক্ত করা হয় তবে তা সমগ্র দেশেই কার্যকর হবে।

করোনা ভ্যাক্সিনের যে শংসাপত্র দেওয়া হয় তাতে ছবি থাকে না। তাই কাউন্টার থেকে টিকিট কাটার সময়ে ভ্যাক্সিনের শংসাপত্র বাধ্যতামূলক করা হলেও তা কার্যকর হবে না। সেই কারণেই ইউটিএস ও কো-উইন অ্যাপ যুক্ত থাকা একান্ত অবশ্যক। 

এছাড়াও এই রাজ্যে সেই পদ্ধতিতে টিকিট কাটায় ভিড় নিয়ন্ত্রণ কার্যকর হবে কি না এখনো অবধি সেই বিষয়ে পূর্ব রেল অথবা দক্ষিণ-পূর্ব রেলের তরফ থেকে কিছু জানা যায়নি।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored