Indian Prime Time
True News only ....

এবার নাইট ক্লাবে দেখা গেল রাহুল গান্ধীকে

নিজস্ব সংবাদদাতাঃ কাঠমাণ্ডুঃ নেপালের রাজধানী কাঠমান্ডুর একটি নাইটক্লাবে নাইট ক্লাবে তারস্বরে চলা গান-বাজনার মধ্যে আচমকা রঙিন আলোয় একটি মুখ ভেসে উঠতে দেখা গেল। আর তিনি হলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।  

সূত্রের ভিত্তিতে জানা গিয়েছে, গতকাল রাহুল গান্ধী এক বন্ধুর সাথে কাঠমাণ্ডুর ম্যারিয়ট হোটেলে এক সাংবাদিক বন্ধু সুমনিমা উদাসের বিয়েতে গিয়েছিলেন।

বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালবীয় সেই ভিডিয়োটি টুইট করে লিখেছেন, ‘‘যখন গোটা মুম্বই অবরুদ্ধ তখন রাহুল গাঁধী নাইটক্লাবে। এদিকে তাঁর দলে একের পর এক বিস্ফোরণ ঘটছে এরপরেও তাকে নাইটক্লাবে দেখা গেল। এ ব্যাপারে তিনি ধারাবাহিক।’’ 

ঘটনাচক্রে, সোমবারই কংগ্রেস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জার্মানী, ডেনমার্ক ও ফ্রান্স সফর নিয়ে কটাক্ষ করে টুইট করে বলেছিল, ‘‘যখন দেশে একটা সঙ্কটময় পরিস্থিতি চলছে তখন সাহেব বিদেশ ভ্রমণে!’’

অন্যদিকে এবার রাহুল গান্ধীর নাইটক্লাবের ভিডিও প্রকাশ্যে আসতেই বিজেপি কংগ্রেসের সেই খোঁচাকেই ব্যুমেরাং হিসেবে ফিরিয়ে দিল। 

Get real time updates directly on you device, subscribe now.