নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ সিঙ্গুরের দইয়ের পর আজ হুগলীর তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় পাণ্ডুয়ার শিখিরা চাপতা পঞ্চায়েতের বেলে গ্রামে প্রচারে বেরিয়ে নিজে ঘুগনি খেলেন। আর নিজের কর্মীদেরও খাওয়ালেন। আর প্রশংসায় পঞ্চমুখ হয়ে জানান, ‘‘খুব ভালো ঘুগনি। আমার বাড়ির চেয়েও ভালো। এখানে সবই ভালো, তাই ঘুগনিও ভালো।’’ এরপর হাসতে হাসতে বলেন, ‘‘আমি তো শুধু খাওয়ার মধ্যেই আছি। নিজে খাচ্ছি, অন্যদেরও খাওয়াচ্ছি।’’
এদিন রচনা বন্দ্যোপাধ্যায় রাস্তার পাশে গরম ঘুগনি বিক্রি হচ্ছে দেখে দাঁড়িয়ে পড়েন। তারপর নিজে ঘুগনি খান। সাথে দলীয় কর্মীদেরও খাওয়ান। এরপর মাঠে আলু তোলা হচ্ছে দেখে জমিতে নেমে পড়েন। ক্ষেতমজুরদের সঙ্গে জমিয়ে আড্ডাও দেন। পরে হুডখোলা গাড়িতে গ্রামে প্রচার সারেন। এদিকে তাঁর মূল প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী তথা বিদায়ী সাংসদ লকেট চট্টোপাধ্যায় অভিযোগ করেছিলেন, ‘‘রচনা ছুটি নিয়ে এসেছেন। হেরে গিয়ে আবার ‘দিদি নম্বর ওয়ান’ চলবে।’’ এছাড়া রাজনীতিতে রচনা বন্দ্যোপাধ্যায়কে একেবারেই ‘অনভিজ্ঞ’ বলেও সমালোচনা করেছিলেন।
Sponsored Ads
Display Your Ads Here
তবে রচনা বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে পাল্টা বলেন, ‘‘আমি ছুটি নিয়ে আসিনি। আমি ওঁর মতো নই। পাঁচ বছর আগে ও তো ছুটি নিয়ে এসেছিল। আমি রাজনীতিতে নতুন, কিন্তু মন থেকে রাজনীতিটা করব তো! আর মন থেকে যেটা করা হয়, সেখানেই জয়ী হওয়া যায়।’’ সম্প্রতি রচনা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরে এক জন তৃণমূলকর্মীর বাড়িতে দই খেয়ে বলেছিলেন, ‘‘সিঙ্গুরের জমির ঘাস খেয়ে গোরু হৃষ্টপুষ্ট হয়। আর সেই গরুর দুধ থেকে ভালো দই হয়। আমি যখনই বাড়ি যাব, তখন দই নিয়ে যাব।’’
Sponsored Ads
Display Your Ads Here