চয়ন রায়ঃ কলকাতাঃ আজ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু চাকরীহারাদের উদ্দেশ্যে জানান, “এমন কিছু করবেন না, যাতে পুনর্নির্বিবেচনার আর্জি জানাতে কোনো অসুবিধা হয়।” এসএসসি দপ্তরে আধিকারিকদের আটকে রাখা হল কেন? সেই প্রশ্নও তুলেছেন। ব্রাত্য বসুর দাবী, “শিক্ষা দপ্তর চাকরী বহাল রাখা বা বেতন দেওয়ার জন্য সবরকমভাবে চেষ্টা করছে।”
শিক্ষামন্ত্রী বলেন, “আপনাদের চাকরী পর্ষদ নিশ্চিত করবে। এসএসসি বেতন নিশ্চিত করবে, আর তাদেরই আপনারা কাজ করতে দেবেন না। কারা স্কুলে যেতে পারবে, সুপ্রিম কোর্ট বলেই দিয়েছে। যাদের বলা হচ্ছে ‘নন-টেন্টেড’। সেই অনুযায়ী আমরা এগোচ্ছি। এটাকে নিয়ে জলঘোলা করে রিভিউ পিটিশনে বিপদ টেনে আনছেন। সরকার আপনাদের চাকরী রক্ষা করার চেষ্টা করবে, মাইনের ব্যবস্থা করবে আর আপনারা এসএসসির চেয়ারম্যানকে ঘেরাও করে রাখবেন, তিনি আদালত অবমাননার দায়ে পড়ে যাবেন, তা হতে পারে না।’’
Sponsored Ads
Display Your Ads Here
সাংবাদিক বৈঠকের মাধ্যমে শিক্ষকদের উদ্দেশ্যে ব্রাত্য বসুর বার্তা, ‘‘১৭ হাজার ২০৬ জন যে যোগ্য তা মধ্যশিক্ষা পর্ষদ হলফনামা দিয়ে জানিয়েছে। আমরা আইনী পরামর্শ নিয়ে প্রতিটি ধাপ এগোচ্ছি। আমাদের কাজ আমাদের করতে দিন। আপনারা গিয়ে আপনাদের কাজ করুন। এখনো আইনী প্রক্রিয়া চালু আছে। সুপ্রিম কোর্টের বিচারপতিরা যে নির্দেশ দিয়েছেন, তা আমরা অক্ষরে অক্ষরে পালন করতে দায়বদ্ধ।
Sponsored Ads
Display Your Ads Here
আমাদের এটিও মনে রাখতে হবে, আমাদের সরকার, মধ্যশিক্ষা পর্ষদের সাম্প্রতিক আবেদনে ইতিমধ্যে সুপ্রিম কোর্ট ২০২৫ সালের ৩১ ডিসেম্বর অবধি উপযুক্ত শিক্ষকদের কাজ চালিয়ে যাওয়ার জন্য বলেছে।’’ তবে ১১ ই এপ্রিল এই ব্রাত্য বসুই যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশ করার কথা বলেছিলেন। কিন্তু আজ তিনিই সেই যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশ করতে অস্বীকার করলেন।
Sponsored Ads
Display Your Ads Here