অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ গত বছরের তুলনায় এই বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারোয়ারি দুর্গাপুজোর অনুদান আরো দশ হাজার টাকা বাড়িয়ে ৭০ হাজার টাকা ঘোষণা করেছেন। এছাড়া সরকারের বিভিন্ন দপ্তর পুজো কমিটিগুলিকেও বিজ্ঞাপনের হোর্ডিং দেবে বলে জানানো হয়। আর পুজো কমিটিগুলি ওই বাবদ টাকাও পাবে।
পাশাপাশি বিদ্যুৎ এর বিলে ছাড় পাওয়া যাবে। অর্থাৎ বিদ্যুৎ এর যা বিল আসবে তার তিন ভাগের এক ভাগ টাকা মেটাতে হবে। চলতি বছর ২৬ শে অক্টোবরের মধ্যে বিসর্জন করতে হবে। আর ২৭ শে অক্টোবর পুজোর কার্নিভ্যাল হবে। বৈঠক শেষে বাংলার দুর্গাপুজো যে বহু মানুষের রোজগারের ব্যবস্থাও করে তা উল্লেখ করে জানান, ‘‘পুজোকে কেন্দ্র করে ৬০ হাজার কোটি টাকার বাজার তৈরী হয়।
রাজ্যের বিভিন্ন লোকশিল্পের সাথে যুক্ত মানুষদের পুজোয় জায়গা করে দিতে হবে। যাতে পুজোর সময় তাদের যাতে পুজোর সময় বাড়তি রোজগার হয়।’’ অন্যদিকে বলেন, ‘‘এখন রাজ্যে চল্লিশ হাজার বারোয়ারী পুজো হয়। কলকাতার তিন হাজার পুজো বাদ দিলে বাকিটা জেলায় হয়। এছাড়া আবাসনের পুজোরও প্রশংসা করেন।’’
পাশাপাশি এও জানিয়েছেন যে, ‘‘পরিবহণ ও পুলিশকে পুজোর জন্য উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। পুলিশের সাথে সহযোগীতার জন্য বিদ্যালয়ের পড়ুয়াদের স্বেচ্ছাসেবক রাখতে হবে। মণ্ডপে প্রবেশ এবং বাহিরের আলাদা পথ রাখতে হবে। অগ্নি নিরাপত্তা ব্যবস্থাও রাখতে হবে। আর বিসর্জনের জায়গায় আলো ও ব্যারিকেডের ব্যবস্থা করায় বাড়তি গুরুত্ব দিতে হবে।
এমনকি এখন থেকেই জরুরী পরিস্থিতির জন্য জেলায় নার্স চিকিৎসক এবং অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে রাখতে হবে। আর পুজোর সময় হেল্পলাইন নম্বরগুলো কার্যকর রাখতে হবে। সাথে সাথে পুজো কমিটিগুলিতে বার বার পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার জন্য মাইকে ঘোষণা করতে হবে ও জনকল্যাণমূলক হোর্ডিং রাখতে হবে।’’