নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ নদীয়ার তেহট্ট মহকুমা হাসপাতালে নার্স ও চিকিৎসকদের কর্তব্যে গাফিলতির জেরে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে মৃতের পরিবারের সদস্যরা প্রায় এক ঘণ্টা বিক্ষোভ করেন। মৃতের নাম আহম্মেদ দফাদার। বাড়ি চাপড়া থানার হাটরায়।
পরিবার সূত্রে জানা গিয়েছে, আজ সকালবেলা আহম্মেদ শ্বাসকষ্ট নিয়ে তেহট্ট মহকুমা হাসপাতালে ভর্তি হয়। শ্বাসকষ্টের জন্য অক্সিজেন দেওয়া হয়েছিল। আর কয়েক’টা ইঞ্জেকশনও দেওয়া হয়েছিল। কিন্তু কিছুক্ষণ পরেই তার অবস্থার অবনতি হতে শুরু করে। তবে নার্স এবং চিকিৎসকরা তাতে গুরুত্ব দেননি। উপরন্তু আহম্মেদের পরিবারের সদস্যরা নার্সের সাথে কথা বলতে গেলে তারা খারাপ ব্যবহার করেন। এমনকি আহম্মেদের কাছে থাকা এক জন নার্স তাকে না দেখেই চলে যান।
এর কিছুক্ষণ পর আইসিইউয়ে নিয়ে যাওয়ার পথে আহম্মেদের মৃত্যু হয়। আর এরপরই আহম্মেদের পরিবারের সদস্যরা বিক্ষোভে ফেটে পড়েন। তেহট্ট থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে, হাসপাতালের সুপার বাপ্পাদিত্য ঢালি এই বিষয়ে জানান, ‘‘রোগীর পরিবারের অভিযোগ খতিয়ে দেখা হবে। কোনোরকম গাফিলতি থাকলে নিশ্চিত ভাবে ব্যবস্থা নেওয়া হবে।’’