নিজস্ব সংবাদদাতাঃ শিলিগুড়িঃ বাচ্চার মায়েদের ভ্যাক্সিন দেওয়ার কথা কিন্তু সিস্টেমে এলো ব্যবসায়ী। তাই ভোর থেকে লাইন দিয়ে ভ্যাক্সিন না পেয়ে মায়েরা বিক্ষোভ দেখালো।
https://www.youtube.com/watch?v=E8I88pS0MMM
Sponsored Ads
Display Your Ads Hereজানা গেছে, শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের আট নম্বর গেটে পুরনিগমের তরফ থেকে ০ থেকে ১২ বছর বয়স পর্যন্ত বাচ্চার মায়েদের ভ্যাক্সিনেশনের শিবিরের আয়োজন করা হয়েছিল। প্রতিদিন এই শিবিরে প্রায় ১৫০ জন মায়ের ভ্যাক্সিনেশন হবে বলে জানানোও হয়েছিল। সেইমতো শুক্রবার ভোর থেকে মায়েরা ভ্যাক্সিনেশনের লাইনে দাঁড়িয়েছিলেন।
Sponsored Ads
Display Your Ads Hereতবে স্বাস্থ্য কর্মীরা এসে মায়েদের জানান যে, “আজ তাদের ভ্যাক্সিন দেওয়া হবে না। মায়েদের ভ্যাক্সিন দেওয়ার কোনো তালিকা সিস্টেমে নেই। আর আজ ব্যবসায়ীদের ভ্যাক্সিনেশন হবে। এরপরই মায়েরা ক্ষোভে ফেটে পরেন।
Sponsored Ads
Display Your Ads Hereভ্যাক্সিন নিতে আসা মানসী দাস জানিয়েছেন, “আজ আমাদের ভ্যাক্সিন দেওয়ার কথা। তাই আমরা ভ্যাক্সিন নিয়ে বাড়ি যাব কোনো ব্যবসায়ীকে ভ্যাক্সিন নিতে দেব না কারণ ছোটো বাচ্চাদের পাশের বাড়িতে রেখে তবেই ভ্যাক্সিন নিতে আসা হয়েছে প্রতিদিন সেটা সম্ভব নয়”।
আবার অনেকে বাচ্চাকে কোলে নিয়ে এসেছেন ফলে তারা বাচ্চাদের নিরাপত্তার দাবী তোলেন।