নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ এক গৃহবধুকে খুন করার অভিযোগে গতকাল পূর্ব মেদিনীপুরের পটাশপুর থানার খড়াইমোড়ে এগরা-বাজকুল রাজ্য সড়ক অবরোধ করে কয়েক ঘন্টা মৃতার বাপের বাড়ির সদস্যরা সহ স্থানীয়রা বিক্ষোভ শুরু করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে পটাশপুর থানার খড়ুইগ্রামের আশমিনা খাতুনের সঙ্গে বাগমারি গ্রামের ইয়াকব সাহার বিয়ে হয়। বিয়ের পর থেকে আশমিনাকে স্বামী ও শ্বশুর বাড়ির সদস্যরা বেধড়ক মারধর করতো। এমনকি রীতিমতো প্রাণে মেরে ফেলারও হুমকি দিতে থাকে।
Sponsored Ads
Display Your Ads Here
অতি সম্প্রতি তাকে তার স্বামী এবং শ্বশুর বাড়ির সদস্যরা শারিরীক ও মানসিক ভাবে নির্যাতন চালায়। পাশাপাশি আশমিনাকে ধারালো অস্ত্র দিয়েও বেধড়ক মারধর করলে এলাকার বাসিন্দারা এবং তার বাপের লোকজনেরা আশমিনাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সুপার স্পেশালিস্ট হাসপাতালে ভর্তি করলে হাসপাতালেই মৃত্যু হয়।
Sponsored Ads
Display Your Ads Here
এরপরেই অভিযুক্তদের গ্রেপ্তারের দাবীতে খড়ুইমোড়ে কয়েক ঘণ্টা পথ অবরোধ করে বিক্ষোভ শুরু করা হয়। সেখানে দাবী তোলা হয় যে, অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি দিতে হবে। অবশেষে পটাশপুর থানার পুলিশের আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
Sponsored Ads
Display Your Ads Here
তারপর তদন্ত শুরু করার পর পুলিশ খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে শেখ কাশিম নামে একজনকে গ্রেপ্তার করে। যদিও এখনো অবধি এই ঘটনায় আর কাউকেই গ্রেপ্তার করা হয়নি।