নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ হুগলীর আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন গর্ভমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে রোগী মৃত্যুকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরী হয়। আর চিকিৎসা পরিষেবা পাওয়ায় আশঙ্কাজনক রোগীদের পরিবারের সদস্যরা অন্যত্র স্থানান্তর করছেন। মৃতার নাম কল্পনা তাঁতি। বাড়ি আরামবাগ দু’নম্বর ওয়ার্ডে।
জানা গেছে, কল্পনা দেবীর ঠাণ্ডা লেগে গলার সমস্যা হয়েছিল। তাকে পরিবারের সদস্যরা আরামবাগ মেডিকেল কলেজে ভর্তি করেছিলেন। কিন্তু গতকাল চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়। পরিবারের সদস্যদের অভিযোগ, “বুধবার সন্ধ্যেবেলা অবধি একবার ডাক্তারবাবু দেখেছিলেন। এরপর আর কেউ আসেননি। তবে পরে কল্পনা দেবীর অবস্থার অবনতি হলে কর্তব্যরত নার্সদের জানানো হলেও কেউ কর্ণপাত করেননি। বরঞ্চ ধমক দেন।
Sponsored Ads
Display Your Ads Here
এছাড়া কল্পনা দেবীকে অন্যত্র নিয়ে যেতে চাইলেও ছাড়া হয়নি বলে অভিযোগ ওঠে।” যদিও শুধু মৃতের পরিবার নয়। এই হাসপাতালে চিকিৎসা করতে আসা বাকি রোগীর পরিবারের লোকজন জানান, “এখানকার যে কর্তব্যরত নার্স ওয়ার্ড বয় ওয়ার্ড গার্ল রয়েছেন। তাদের ব্যবহার অত্যন্ত খারাপ। চিকিৎসকরা ভালো করে কোনো চিকিৎসা করেন না। শুধুমাত্র আসেন। দূর থেকে রোগীকে দেখে চলে যান।”
Sponsored Ads
Display Your Ads Here