ব্যুরো নিউজঃ শ্রীলঙ্কাঃ সোমবার থেকে শ্রীলঙ্কায় নতুন করে গণবিক্ষোভ শুরু হয়েছে। আর ইতিমধ্যেই সেই হিংসায় মারা গিয়েছেন প্রায় ৮ জন। এর মধ্যে কজন এমপি বা আইনসভার সদস্য ছিলেন। আর বিক্ষোভ এবং সংঘর্ষে আহত হয়েছেন ২৫০ জন আহত হয়েছেন।
মাহিন্দা রাজাপক্ষে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার পর থেকে বিক্ষোভ শুরু হয়। তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এদিকে মাহিন্দা রাজাপক্ষের সমর্থকেরা অস্ত্র নিয়ে পথে বিক্ষোভ দেখাতে থাকেন। এর জেরে সংঘর্ষ শুরু হয়।
Sponsored Ads
Display Your Ads Here
অন্যদিকে মাহিন্দা রাজাপক্ষের গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পরেই তিনি দেশ ছেড়ে পালিয়ে যান। এই পরিস্থিতিতে বিক্ষুব্ধ জনতা মাহিন্দা রাজাপক্ষের পূর্বপুরুষের বাড়িতে আগুন লাগিয়ে দেন। এছাড়া দেশের আরো বেশ কয়েকজন রাজনীতিবিদের বাড়িতেও আগুন লাগিয়ে দেন।
Sponsored Ads
Display Your Ads Here
আপাতত দেশ জুড়ে সেনা শাসন জারি রয়েছে। বিক্ষুব্ধ পরিস্থিতি সামলাতে আজ রাজধানী কলম্বো সহ বিক্ষোভ চলা শহরগুলিতে সেনাবাহিনী নামানো হয়েছে। এর পাশাপাশি সারা দেশে কারফিউ জারি করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here