Indian Prime Time
True News only ....

যোগ্যদের তালিকা প্রকাশের দাবীতে এসএসসি ভবনের সামনে চলছে বিক্ষোভ

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ এসএসসির (স্টাফ সিলেকশন কমিশন) তরফে যোগ্য অযোগ্য লিস্ট বেরনোর কথা ছিল। কিন্তু তা না বের হওয়ায় এসএসসি ভবনের সামনে চাকরীহারা শিক্ষকরা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি এসএসসি অফিস থেকে কর্মীদের বেরোতে বাধা দেওয়া হচ্ছে। সাথে তাদের জন্য আনা খাবারও আন্দোলনকারীরা ফেলে দিয়েছেন। এমনকি রাতভর এসএসসির চেয়ারম্যানকে আটকে রাখার হুঁশিয়ারী দেওয়া হয়েছে। সময় যত বাড়ছে বিক্ষোভ ততো বাড়ছে।

মূলত, শিক্ষক নিয়োগের সময় মোট বারোটি কাউন্সেলিং (ইন্টারভিউ) হয়েছিল। নবম-দশম শ্রেণীর শিক্ষকদের জন্য সাতটি ও একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষকদের নিয়োগে পাঁচটি কাউন্সেলিং হয়। এবার চাকরীহারা যোগ্য শিক্ষকরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করেন যে, যারা ওই বারোটি কাউন্সেলিংয়ে ছিলেন, সবগুলি থেকে এক জন করে প্রতিনিধি এসএসসি চেয়ারম্যানের কাছে যাবেন। শেষ অবধি মোট তেরো জন বৈঠক করতে যান। কিন্তু এই বৈঠকে তিনটি কাউন্সেলিং পর্যন্ত তালিকা দেওয়ার কথা জানানো হয়। আর এই কথা প্রকাশ্যে আসতেই এসএসসি ভবনের সামনে তোলপাড় শুরু হয়।

চাকরীহারা শিক্ষক মেহবুব মণ্ডলের অভিযোগ, ‘‘এই ভাবে যোগ্য-অযোগ্যদের মিশিয়ে দিয়ে গন্ডগোল পাকানোর চেষ্টা করা হচ্ছে।’’ কারোর কথায়, “আমরা যোগ্য। এই দুর্নীতি করেছে সরকার, পর্ষদ, যারা উপরতলায় আছে তারা। আমরা যোগ্য হয়ে রাস্তায় পড়ে আছি। ওরা ঠান্ডা ঘরে বসে আছে। আজ এক এক রকম বার্তা দেওয়া হচ্ছে।” কেউ বা বলেন, “এরা চোর। এদের কথা বিশ্বাস করে ভুল হয়েছে। তবে তালিকা প্রকাশ না হওয়া অবধি যাব না। এরা ইচ্ছে করে তালিকা দিচ্ছে না।”

Get real time updates directly on you device, subscribe now.