মুখ্যমন্ত্রীকে অবমাননা করার প্রতিবাদে জেলায় জেলায় চলছে বিক্ষোভ

Share

নিজস্ব সংবাদদাতাঃ গতকালমুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উত্তরপ্রদেশের বারাণসীতে গঙ্গার ঘাটে যাওয়ার সময় বিজেপি কর্মীরা কালো পতাকা দেখিয়ে ‘জয় শ্রীরাম’ শ্লোগান তুলেছিলেন। 

এই ঘটনার পরেই আজ তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য বাংলার প্রতিটি কলেজ-বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ-কর্মসূচীর ডাক দেন। ফেসবুক ও টুইটারেও তৃণমূলকর্মীদের বিক্ষোভ-কর্মসূচীর কথা ছড়িয়ে দিতে বলা হয়েছে। এর পাশাপাশি জেলা নেতৃত্বও ওই ঘটনার বিরুদ্ধাচরণ করে প্রতিবাদস্বরূপ জেলায় জেলায় ধিক্কার মিছিলের কর্মসূচী চালাচ্ছেন।


হাওড়ায় রাজ্যের মন্ত্রী অরূপ রায়ের নেতৃত্বে তৃণমূল কর্মী-সমর্থকেরা শিবপুর ট্রাম ডিপো থেকে ময়দান অবধি মিছিল করেন। মিছিল থেকে মন্ত্রী অরূপ বিশ্বাস জানান, ‘‘লোকসভা এবং বিধানসভা নির্বাচনের সময় কেন্দ্রীয় সরকারের একাধিক নেতা-মন্ত্রীরা নির্বাচনী প্রচারের জন্য এসেছিলেন।

কিন্তু কখনো তাদের উপর এভাবে আক্রমণ করা হয়নি। তা হলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এভাবে কেন হেনস্থা ও আক্রমণ করা হল? তৃণমূল এই ঘটনার তীব্র নিন্দা করছে।’’


অন্যদিকে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা নদীয়ার শান্তিপুর কলেজের সামনেও বিক্ষোভ দেখায়। কলেজের গেটের সামনে অবস্থান বিক্ষোভে বসে সংগঠনের জেলার নেতা মনি সরকার বলেন, ‘‘মাতৃসমা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মহানুভবতায় এই রাজ্যে ছাত্র, যুব, মহিলা, কৃষক, শিক্ষক এবং সাধারণ মানুষেরা শান্তিতে বসবাস করছেন। 


তাঁর বিভিন্ন জনমুখী প্রকল্পে সমাজের সকল স্তরের মানুষ উপকৃত। কন্যাশ্রী, সবুজ সাথী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড ছাত্র-ছাত্রীদের জন্য যুগান্তকারী সিদ্ধান্ত। মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করা মানে সমগ্র ছাত্র সমাজের অবমাননা করা। আর ঠিক এই কারণেই প্রতিবাদ করা হচ্ছে।’’ 

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের শিলিগুড়ি কলেজের সামনে তৃণমূল ছাত্র পরিষদ প্রধানম্নত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল দাহ করে প্রতিবাদ করে।

সংগঠনের জেলা সভাপতি নির্নয় রায় বলেছেন, ‘‘মমতা বন্ধ্যোপাধ্যায় দেশের সবচেয়ে জনপ্রিয় মহিলা মুখ্যমন্ত্রী। তাঁর প্রতি এইরকম আচরণ মেনে নেওয়া যায় না। দল নির্দেশ দিলে আগামী দিনে কেন্দ্রের বিজেপি নেতারা বাংলায় প্রবেশ করতে পারবেন না।’’ 

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930