কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অশালীন মন্তব্যকে ঘিরে শহর জুড়ে শুরু হয় প্রতিবাদ মিছিল
নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কুরুচিকর মন্তব্য আর এই মন্তব্যে নারীশক্তিকে অপমান করা হয়েছে এরই প্রতিবাদে ভারতীয় জনতা মহিলা মোর্চা দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা শাখা শহর জুড়ে ধিক্কার মিছিল করল।
এই ঘটনার প্রতিবাদকে কেন্দ্র করে এই ধিক্কার মিছিল শহরের রাজ হোটেল মোড় থেকে শুরু হয়ে সমগ্র শহর পরিক্রমা করে। এই ধিক্কার মিছিলে ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী রাজ্য ওবিসি মোর্চার সভাপতি অজিত দাস, দক্ষিণ মালদার বিজেপির সভাপতি পার্থসারথি ঘোষ, মহিলা মোর্চা সভানেত্রী সুতপা মুখার্জি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।