চয়ন রায়ঃ কলকাতাঃ বাঘাযতীনে বহুতল হেলে যাওয়া কাণ্ডে বৃহস্পতিবার কলকাতা পুলিশ অভিযুক্ত প্রোমোটারকে গ্রেফতার করেছে। বাঘাযতীনের বিদ্যাসাগর কলোনীতে অবস্থিত এই চারতলা আবাসনের প্রথম তলা ভেঙে হেলে পড়ার পর থেকেই অভিযুক্ত প্রোমোটার পলাতক ছিলেন। তবে ঘটনার দু’দিনের মাথায় তাকে গ্রেফতার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই দুর্ঘটনায় বহুতলের এক দিক নীচু ছিল। মাসখানেক আগে তা উঁচু করার কাজ শুরু হওয়ায় বাসিন্দাদের সরানো হয়েছিল। অভিযোগ ছিল, ‘‘কোনো পরিকল্পনা ছাড়াই বহুতল তৈরী করা হয়েছিল। তিন তলার অনুমতি থাকলেও বেআইনী ভাবে চারতলা করা হয়।’’ মঙ্গলবার রাতেরবেলা থেকে বাড়িটি পুরো ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে। পুলিশ ঘটনার পর থেকেই অভিযুক্ত প্রোমোটারকে খুঁজছিল। কিন্তু খোঁজ পাওয়া যাচ্ছিল না। তবে গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার কলকাতা পুলিশের একটি দল বকখালি গিয়ে সেখানকার ‘আপনজন’ রিসর্ট থেকে অভিযুক্তকে গ্রেফতার করে।
কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এই প্রসঙ্গে জানান, ‘‘সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বহুতলটি ধীরে ধীরে ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। আশপাশের বাসিন্দাদের যাতে কোনোরকম সমস্যা না হয়, তা নিশ্চিত করতেও বলা হয়েছে।’’ পাশাপাশি পূর্বতন বামফ্রন্ট সরকারের উপর দায় চাপিয়ে বলেন, ‘‘আমরা বাম আমলের পাপ বহন করছি। সেই সময়ে কলকাতার কলোনী এলাকায় কোনো বাড়ির পরিকল্পনা থাকত না। বেআইনী ভাবে সব বাড়ি তৈরী করা হত। এখন আমরা তো আর মানুষকে ঘর ছাড়া করতে পারি না।’’