নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ গতকাল নদীয়ার শান্তিপুরের এক নম্বর ওয়ার্ডের বিবাদী নগর এলাকায় একটি প্লাস্টিক কারখানায় আগুন লাগে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা এতো বেশী ছিল যে, দ্রুত তা কারখানার বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। এমনকি আশেপাশের কয়েকটি গাছও ভস্মীভূত হয়ে যায়। তবে কোনো হতাহতের খবর মেলেনি
প্রথমে চারপাশের মানুষ ওই আগুন দেখতে পেয়ে ঘটনাস্থলে জড়ো হয়ে জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন। এরপর দমকল বিভাগে খবর দেওয়া হলে দমকল বাহিনী খবর পেয়ে দু’টি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে আসে। পরে কৃষ্ণনগর থেকে আরো একটি দমকলের ইঞ্জিন এসে প্রায় তিন ঘণ্টায় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
কিন্তু কারখানার বেশীর ভাগ অংশই ভস্মীভূত হয়ে যাওয়ায় সেখানে মজুত থাকা সামগ্রীও পুড়ে ছাই হয়ে যায়। পাশাপাশি কারখানার মালিক গিরীশ রায়কে খবর দিলে গিরীশবাবু খবর পেয়ে মেয়ের বিয়ে ফেলে কারখানায় ছুটে আসেন। প্রাথমিক ভাবে প্রায় এক লক্ষ টাকার কাছাকাছি ক্ষয়-ক্ষতি হয়েছে বলে অনুমান করা হচ্ছে। আর এই অগ্নিকাণ্ড ঘটলো কিভাবে তাও খতিয়ে দেখা হচ্ছে।