নিউজ ডেস্কঃ ‘দ্য কেরালা স্টোরি’ ছবি নিয়ে বিতর্কের অব্যাহত। এর মধ্যে ছবির অভিনেত্রী অদা শর্মা ও পরিচালক সুদীপ্ত সেন দুর্ঘটনার কবলে পড়েন। ‘দ্য কেরালা স্টোরিতে’ শালিনী উন্নিকৃষ্ণনের চরিত্রে অভিনয় করেছেন অদা শর্মা। তিনি নেটমাধ্যমে লেখেন, ‘‘সুস্থ রয়েছেন, বড়ো কোনো বিপদ হয়নি। কিন্তু কয়েদিন থেকে প্রযোজক সুদীপ্ত সেন লাগাতার হুমকি পাচ্ছেন।
হুমকিতে বলা হয়েছিল, ‘মেরে ঝুলিয়ে দেওয়ার।’ গোটা ঘটনাটাই বেশ ভয়ঙ্কর। তবে সারা বিশ্বে এত ভালবাসা পাচ্ছি, মনে হচ্ছে চারপাশে একটা অদৃশ্য চাদর রয়েছে। যা আমাকে রক্ষা করছে।’’ এছাড়াও বলেন, ‘‘প্রথম দিন যখন ‘দ্য কেরালা স্টোরির’ চিত্রনাট্য শুনেছি, তখন বুঝতে পেরেছি, এটা এক নিরীহ মেয়ের গল্প।
Sponsored Ads
Display Your Ads Here
যে আইএসিসের মতো একটা দলের প্যাঁচে পড়ে গিয়েছিল। সন্ত্রাসবাদের এই গল্প ভয়ঙ্কর, তবে কাউকে না কাউকে তো এই গল্পটা বলতেই হত। এখনো যারা মনে করছেন ‘দ্য কেরালা স্টোরি’ একটা প্ররোচনামূলক ছবি, তারা গুগলে একটু খুঁজে দেখুন। সত্যিটা জানতে পারবেন।’’
Sponsored Ads
Display Your Ads Here