অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ সোমবার থেকে বেসরকারী হাসপাতালের চিকিৎসকেরা আংশিক কর্মবিরতির ঘোষণা করলেন। পরিবর্তিত পরিস্থিতির কথা বিবেচনা করে আজ তাঁরা ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ের সামনে থেকে সাংবাদিক বৈঠক করে জানান, ‘‘আগামী ১৪ ই অক্টোবর সোমবার সকাল ৬টা থেকে ১৬ ই অক্টোবর বুধবার সকালবেলা ৬ টা অবধি আংশিক কর্মরিরতি চলবে।’’
৪৮ ঘণ্টা আংশিক কর্মবিরতির কারণে বেসরকারী হাসপাতালগুলির জরুরী বিভাগ ছাড়া সব পরিষেবা বন্ধ থাকায় রোগী-ভোগান্তি আশঙ্কা করা হচ্ছে। কিন্তু চিকিৎসকেরা বলেন, ‘‘এটা শুধু চিকিৎসকদের আন্দোলন নয়, এটা জনগণের আন্দোলন। জনগণ প্রথম থেকেই চিকিৎসকদের পাশে রয়েছেন। জনগণের কথা ভেবে জরুরী ব্যবস্থা পুরোপুরি চালু থাকবে। কোনো রোগীর কোনো অসুবিধা হবে না। সাধারণ মানুষের কাছে আবেদন যদি কখনো কোনো জরুরী অবস্থা হয়, তখন যেকোনো সময় হাসপাতালে যাবেন, চিকিৎসকেরা সব সময় সাহায্য করবেন।’’
Sponsored Ads
Display Your Ads Here
সিনিয়র চিকিৎসকরা জুনিয়র চিকিৎসকদের আন্দোলনে শুরু থেকেই পাশে থেকেছেন। আন্দোলনে প্রয়োজনীয় পরামর্শ, সমর্থন জুগিয়ে গিয়েছেন। মিছিলে হেঁটেছেন, আবার শ্লোগানও তুলেছেন। শুধু সরকারী হাসপাতালগুলি নয়, গত দু’মাসে একাধিক বেসরকারী হাসপাতালের চিকিৎসকেরাও ব্যক্তিগত স্তরে আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন। সময় যতো এগোচ্ছে, প্রতিবাদের স্বর ততো জোরালো হয়েছে। অতঃপর এদিন বেসরকারী হাসপাতালের চিকিৎসকেরা ধর্মতলা চত্বর থেকেই দু’দিনের আংশিক কর্মবিরতির ডাক দিয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here