অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ কারা দপ্তর বিচারাধীন বন্দির SIR নিয়ে এবার নির্দেশিকা জারি করেছে। ভোটার তালিকায় বিশেষ সমীক্ষায় কারোর নাম যাতে বাদ না পড়ে, সেদিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। নির্দেশিকায় বলা হয়েছে, ‘বন্দির পরিবারের সদস্যরা ফর্মপূরণের জন্য এলে সবরকম সাহায্য করতে হবে, জেলের ওয়েলফেয়ার অফিসার সহ দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা সেই কাজ করবেন। SIR এর ফর্মে যদি কোনো বন্দির পরিবার যদি সই করাতে চান, তাহলে সেটা করিয়ে দিতে হবে।’ ইতিমধ্যেই এডিজি কারা লক্ষ্মীনারায়ণ মিনা এই নির্দেশিকা জেলগুলোতে পাঠিয়ে দিয়েছেন।

রাজ্যের ৬২টি সংশোধনাগারে পঁচিশ হাজার বন্দি রয়েছেন। বিচারাধীন প্রত্যেক বন্দি ফর্ম পূরণের সুযোগ পাচ্ছেন। বন্দিদের পরিজনরা বেশ কয়েকটি সংশোধনাগারে ফর্ম নিয়ে যান। নিয়ম রয়েছে, সপ্তাহের একদিন পরিবারের সদস্যরা বন্দিদের সাথে দেখা করতে আসতে পারেন। সেদিন তারা এনুমারেশন ফর্ম নিয়ে আসতে পারেন। আর সেটা জেল কর্তৃপক্ষকে বিস্তারিত জানাতে হবে। সব কিছু খতিয়ে দেখার পর বন্দিকে দিয়ে ফর্ম পূরণ করিয়ে সই করার অনুমতি দেওয়া হবে। সই করানোর পর ফর্ম জেল কর্তৃপক্ষ নিজের কাছে রেখে দেবে। এই বিচারাধীন বন্দিদের মধ্যে বাংলাদেশীও রয়েছে। সেই সমস্ত বাংলাদেশী ভারতে এসেছিলেন কবে? এখানকার পরিচয়পত্র রয়েছে কিনা? সেই সবই খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই এই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।










