নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ চলতি সপ্তাহেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যে আসছেন। ২০ শে ডিসেম্বর অর্থাৎ শনিবার নরেন্দ্র মোদী নদীয়ার রানাঘাটের তাহেরপুরের মাঠে জনসভা করবেন।

সূত্রের খবর, শনিবার প্রধানমন্ত্রী দিল্লি থেকে বায়ুসেনার বিমানে উঠবেন। সকালবেলা ১০টা ৩০ মিনিটে কলকাতা বিমানবন্দরে পৌঁছাবেন। সেখান থেকে হেলিকপ্টারে সকালবেলা ১১টা ৫ মিনিটে রানাঘাটের হেলিপ্যাডে পৌঁছে সেখান থেকে সড়কপথে সভাস্থলে পৌঁছাবেন। সেখানে ১১টা ১৫ মিনিট থেকে ১১টা ৪৫ মিনিট অবধি একটি অনুষ্ঠান রয়েছে। একাধিক প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে। সেখান থেকে জনসভার মাঠে সড়কপথে পৌঁছাবেন। ১১টা ৫৫ মিনিটে ওই জায়গায় পৌঁছানোর কথা রয়েছে। এরপর দুপুরবেলা ১২টা থেকে ১২টা ৪৫ মিনিট পর্যন্ত জনসভায় বক্তব্য রাখবেন। তারপরে নির্ধারিত হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে কলকাতা বিমানবন্দরে পৌঁছাবেন। সেখান থেকে আবার বায়ুসেনার বিমানে আসামের গুয়াহাটিতে পৌঁছাবেন।










