নিজস্ব সংবাদদাতাঃ জলপাইগুড়িঃ প্রথম দফাতেই জলপাইগুড়ি আসনে লোকসভার নির্বাচন। আর এর আগেই টর্নেডোর তাণ্ডবে নির্বাচনী প্রচার আটকে গিয়েছে। পাশাপাশি জেলার বিস্তীর্ণ এলাকার স্বাভাবিক জীবনও থমকে গিয়েছে। কিন্তু নির্বাচনী প্রচার তো বন্ধ রাখা যায় না। ১৯ শে এপ্রিল কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে নির্বাচন। ওই সূত্রে বৃহস্পতিবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোচবিহারে আসছেন। আর রবিবার জলপাইগুড়িতে।
বিজেপি সূত্রে জানা গিয়েছে, নরেন্দ্র মোদী জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের জন্য একই মঞ্চ থেকে নির্বাচনী প্রচার সমাবেশ করবেন। তবে আগে অন্য রকম কর্মসূচী ছিল। ঠিক ছিল প্রথমে রবিবার বালুরঘাটে সভা করে জলপাইগুড়ি যাবেন। কিন্তু ঝড়ের তাণ্ডবের পরে পরিকল্পনার পরিবর্তন হয়েছে। নতুন পরিকল্পনা অনুযায়ী, রবিবার বালুরঘাটে প্রধানমন্ত্রীর সভা হচ্ছে না। এর পরিবর্তে নরেন্দ্র মোদী কিছুটা আগে জলপাইগুড়ি পৌঁছে যেতে পারেন।
ঝড়ে বিধ্বস্ত জেলার পরিস্থিতি নিয়ে জেলার বিজেপি নেতাদের সঙ্গে কথাও বলতে পারেন। তবে এই ঝড়ের পরে নরেন্দ্র মোদী এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে উদ্বেগ প্রকাশ করে স্থানীয় নেতা-কর্মীদের রাজনীতি ছেড়ে সেবাকাজে মন দিতে বলেছিলেন। তাই ওই কাজ কেমন হয়েছে, রবিবার সেই খোঁজখবর নিতে পারেন বলেও মনে করা হচ্ছে। যদিও এখনো অবধি রাজ্য বিজেপির কাছে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে কোনো সূচী আসেনি।