ব্যুরো নিউজঃ আমেরিকাঃ আগামী নভেম্বর মাসে আমেরিকায় নির্বাচন। তাই গত বুধবার আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন হিসপ্যানিক ভোটারদের সামনে বক্তৃতার উদ্দেশ্যে লাস ভেগাস যাচ্ছিলেন। এমনকি, স্থানীয় একটি রেস্তোরাঁয় ঢুকে সাধারণ মানুষের সাথে জনসংযোগও সারেন।
কিন্তু এরই মধ্যে জো বাইডেনের কোভিডের প্রাথমিক কিছু লক্ষণ দেখা দিলে মেডিকেল টেস্ট করানো হয়। আর পরীক্ষার পরেই জানতে পারা যায়, তিনি কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। তবে গুরুতর অসুস্থ না হলেও, বয়স বেশী হওয়ায় বিষয়টি চিন্তার কারণ বলে জানিয়েছেন চিকিৎসকেরা। জো বাইডেনের চিকিৎসক কেভিন ও’কনার জানান, ‘‘জো বাইডেনের গলায় (আপার রেসপিরেটরি ট্র্যাক্ট) সংক্রমণ ও সর্দি-কাশির মতো সমস্যা ছিল। কোভিড-১৯ টেস্ট করা হলে সেটা পজিটিভ আসে। আপাতত অ্যান্টিবায়োটিক ডোজের উপরে রয়েছেন।’’
Sponsored Ads
Display Your Ads Here
মার্কিন প্রেস সচিব কেরিন জঁ-পিয়েরি জানান, “জো বাইডেন বিমানযোগে ডেলাওয়ারের বাড়িতে চলে যাচ্ছেন। কিছুদিন সেখানে সেলফ আইসোলেশনে থাকবেন। আর সেখান থেকেই প্রেসিডেন্টের যাবতীয় দায়িত্ব, কর্তব্য ও কাজকর্ম পালন করবেন।’’
Sponsored Ads
Display Your Ads Here