নিজস্ব সংবাদদাতাঃ জলপাইগুড়িঃ গতকাল জলপাইগুড়ির মালবাজার মহকুমার চালসার শালবাড়ি মোড় এলাকায় আরবিএম (বালি-পাথর মিশ্রিত) বোঝাই দ্রুতগতির একটি ডাম্পার একটি অ্যাম্বুলেন্সে ধাক্কা মারতেই ওই অ্যাম্বুলেন্সে থাকা ১ অন্তঃসত্ত্বা মহিলা থাকা আহত হয়েছেন। সাথে ডাম্পার চালকও আহত হয়েছেন। এই ঘটনায় এলাকায় শোরগোল পড়ে যায়।
প্রত্যক্ষদর্শীদের কথায়, “অ্যাম্বুলেন্সে এক জন অন্তঃসত্ত্বা মহিলা ছিলেন। ডাম্পারের সজোরে ধাক্কায় অ্যাম্বুলেন্সটির পেছনের অংশ একেবারে দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়রা বিকট শব্দ শুনতে পেয়ে ছুটে যান। এদিকে অ্যাম্বুলেন্সের ভিতরে মহিলাটি যন্ত্রণায় ছটফট করতে থাকেন। এরপর তড়িঘড়ি তাকে দ্রুত উদ্ধার করে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।”
অন্যদিকে, এই ঘটনায় ডাম্পারের চালক নিজেও স্টিয়ারিংয়ের মধ্যে আটকে যান। আর দীর্ঘক্ষণ গাড়ির ভিতরেই আটকে থাকেন। পরে মেটেলি থানার আইসি ও বিডিও সহ বিশাল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে এই দুর্ঘটনার জেরে দীর্ঘক্ষণ জাতীয় সড়কে যান চলাচল বন্ধ থাকে।
Sponsored Ads
Display Your Ads Here
প্রত্যক্ষদর্শীদের দাবী, “ওই ডাম্পারটি অবৈধভাবে নদী থেকে বালি তুলে পাচারের চেষ্টা করছিল।” স্থানীয়দের অভিযোগ, “নদী থেকে বালি-পাথর উত্তোলন বন্ধ থাকার নির্দেশ থাকলেও রাতের অন্ধকারে এভাবে ডাম্পার ছুটছে কিভাবে? পুলিশের নজরদারী কোথায়?” অন্যদিকে, নাগরাঘাটায় অতিরিক্ত যাত্রী বোঝাই পিকআপ ভ্যানের দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়।