নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ মৌনি অমাবস্যা, বসন্ত পূর্ণিমার পর এবার মাঘী পূর্ণিমাতেও কোটি কোটি পুণ্যার্থী উত্তরপ্রদেশের প্রয়াগরাজের মহাকুম্ভে ডুব দেবেন। এদিকে, পুণ্যস্নান করার হিড়িকে রাস্তা থেকে রেল স্টেশনে ভিড় উপচে পড়ছে। প্রয়াগরাজে ঢোকার আগেই দীর্ঘ রাস্তা জুড়ে যানজট তৈরী হয়েছে। তাই মৌনি অমাবস্যার মতো অবস্থা যাতে না হয়, তার জন্য এবার প্রশাসন প্রয়াগরাজ সঙ্গম স্টেশন বন্ধ করে দিয়েছে।
১২ ই ফেব্রুয়ারী বুধবার মাঘী পূর্ণিমা। এই দিনে মহাকুম্ভে পুণ্যস্নান করতে ইতিমধ্যে কোটি কোটি পুণ্যার্থী ভিড় জমিয়েছেন। আরো পুণ্যার্থীরা দলে দলে আসছেন। ক্রমাগত ভিড় বাড়তে থাকায় কার্যত ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়েছে। আর ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। প্রায় তিনশো কিলোমিটার দীর্ঘ রাস্তা জুড়ে জ্যাম লেগেছে। পাঁচ কিলোমিটার রাস্তা অতিক্রম করতেই দুই ঘণ্টা সময় লাগছে। এদিকে, ভিড়ের চাপে প্রয়াগরাজ সঙ্গম স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
প্রবল ভিড়ে যাতে ফের পদপিষ্ট হওয়ার মতো ঘটনা না ঘটে, তার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া অবধি এখন কেবল প্রয়াগরাজ থেকে ট্রেন চলাচল করবে। উত্তর-পূর্ব রেলওয়ের তরফে এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি কুম্ভমেলার জন্য চালু আধ ডজনেরও বেশী ট্রেনকে বিকল্প রুটে প্রয়াগ স্টেশনে ঘুরিয়ে দেওয়া হয়েছে। উল্লেখ্য যে, এর আগে দারাগঞ্জ স্টেশনও বন্ধ করে দেওয়া হয়েছিল।
Sponsored Ads
Display Your Ads Here