অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ দক্ষিণ চব্বিশ পরগণার আমতলায় অবস্থিত নলেজ সিটি ক্যাম্পাসে প্রতি বছরের ন্যায় চলতি বছরেও আগামী ৩ রা জানুয়ারী বুধবার থেকে ৭ ই জানুয়ারী রবিবার অবধি যে ‘পৌষ মেলা’ আয়োজিত হতে চলেছে, এদিন কলকাতার প্রেস কর্নারে সেই ‘পৌষ মেলার’ প্রেস রিলিজ হয়ে গেল।
Sponsored Ads
Display Your Ads Hereনলেজ সিটির কর্ণধার শিক্ষাবিদ আব্দুর রব মহাশয়ের নেতৃত্বে এই প্রেস রিলিজে বিশিষ্ট কবি, শিল্পী ও লেখকরা উপস্থিত ছিলেন। পাঁচ দিন ব্যাপী চলা এই সাংস্কৃতিক অনুষ্ঠান নলেজ সিটির চারটি বিশেষ মঞ্চে অনুষ্ঠিত হতে চলেছে। এই পৌষ মেলায় প্রায় তেরশ শিল্পী এবং নেপাল, হল্যান্ড, বাংলাদেশ ও সুইডেনের বাংলা ভাষায় চর্চা করা ব্যক্তিবর্গ অংশগ্রহণ করবেন।
Sponsored Ads
Display Your Ads Here
রবি ঠাকুরের শান্তিনিকেতনে চলা পৌষ মেলার মতোই নলেজ সিটিতে জাঁকজমক ভাবে এই অনুষ্ঠান পালিত হবে। ভারতের বাংলা ভাষা চর্চার সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে নলেজ সিটি বাংলার সংস্কৃতিতে এক অন্যতম জায়গা স্থাপন করে নিয়েছে। আর এই সকল কৃতিত্বই কর্ণধার আব্দুর রব মহাশয়ের।
Sponsored Ads
Display Your Ads Here