সপ্তাহের শুরুতেই ধর্মঘটের পথে নামতে চলেছেন আলু ব্যবসায়ীরা

Share

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ ফের আলু ব্যবসায়ীরা ধর্মঘটের হঁশিয়ারী দিলেন। ভিন্‌রাজ্যে আলু রপ্তানী নিয়ে জটিলতা না কাটলে সোমবার থেকে আবার আলু ব্যবসায়ীরা ধর্মঘট শুরু করার কথা জানিয়ে দিয়েছে।

প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য সাধারণ সম্পাদক লালু মুখোপাধ্যায় জানান, ‘‘রাজ্যের কৃষি বিপণনমন্ত্রী বেচারাম মান্নার নির্দেশ অনুযায়ী প্রতি কিলো আলু ২৬ টাকা দরে কলকাতা সহ সংলগ্ন বাজারগুলিতে সরবরাহের ফলে আলুর দর ধীরে ধীরে কমতে শুরু করেছিল। কিন্তু গত তিন-চার দিন থেকে রাজ্য পুলিশ ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড, ছত্রিশগঢ় ও অসম সীমান্তে আলুর ট্রাক আটকে দিয়ে আলুবোঝাই ট্রাকের চালকদের বিরুদ্ধে মামলা দায়ের করছে। এই ব্যবসা করা যাচ্ছে না। হিমঘর থেকে আলু নামিয়ে তা বাজারে বিক্রি করা সম্ভব হচ্ছে না।


এরই প্রতিবাদে বাধ্য হয়ে সোমবার রাতেরবেলা থেকে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। আশা করা হচ্ছে, রাজ্য সরকার আমাদের অবস্থা বিবেচনা করে সোমবারের আগেই সদর্থক পদক্ষেপ গ্রহণ করবে।’’ চলতি বছর এমনিতেই রাজ্যে আলুর দাম বেশ চড়া। আলুর দাম নিয়ন্ত্রণে সম্প্রতি ভিন্‌রাজ্যে আলু রপ্তানীর ক্ষেত্রে কড়াকড়ি শুরু হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আলু ব্যবসায়ীরা সরকার পক্ষের সাথে নবান্নে বৈঠকও করেছিলেন। বৈঠকের পর সরকার এবং ব্যবসায়ী দু’পক্ষই আলুর দাম কমাতে উদ্যোগী হয়। তাতে বাইরের রাজ্যে আলু পাঠানোর ক্ষেত্রে কড়াকড়ি কিছুটা শিথিলও হয়েছিল।


ব্যবসায়ীদের অভিযোগ, ‘‘সম্প্রতি আবার নতুন করে কড়াকড়ি চালু হয়েছে। এই পরিস্থিতিতে শনিবার হুগলীর তারকেশ্বরে আলু ব্যবসায়ী সমিতি ভবনে হিমঘর মালিকদের সংগঠনের সাথে যৌথ বৈঠকের পর আগামী সপ্তাহের শুরু থেকেই রাজ্য জুড়ে ধর্মঘটের হুঁশিয়ারী দেওয়া হয়।’’ উল্লেখ্য, গত অগস্ট মাসে আলু ব্যবসায়ীরা ধর্মঘটে নামায় বাজারে আলুর সঙ্কট দেখা দিয়েছিল। আর আকাশছোঁয়া দামও হয়ে গিয়েছিল। অতএব, যদি এবারও আলু ব্যবসায়ীরা ধর্মঘটে নামেন, তাহলে মঙ্গলবার থেকে খুচরো বাজারে একই ভাবে আলুর সঙ্কট দেখা দিতে পারে। আর দামও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930