চয়ন রায়ঃ কলকাতাঃ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর ঘটনায় আজ আবার তৃতীয় বর্ষের তিন জন পড়ুয়াকে পুলিশ যাদবপুর থানায় তলব করেছেন। এছাড়া মেন হস্টেলের ক্যান্টিনের কয়েক জনকেও তলব করা হয়েছে।
গতকাল যাদবপুরের মেন হস্টেলের ক্যান্টিনের রাঁধুনিকে লালবাজারে ডেকে পাঠানো হয়েছিল। দুর্ঘটনার রাতেরবেলা বা তার আগে মেন হস্টেলে কি হয়েছিল বা কি হত তা নিয়ে নানা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। ওই রাঁধুনি জিজ্ঞাসাবাদে বলেছিলেন, “হস্টেলে প্রথম বর্ষের ছাত্রদের উপর হওয়া অত্যাচারের কথা। এমনকি দুর্ঘটনার রাতেরবেলার ঘটনা সম্পর্কেও তথ্য দিয়েছিলেন।”
যেই বয়ান রেকর্ড করা হয়। আর তাতে র্যাগিংয়ের প্রমাণও পাওয়া গিয়েছে। পুলিশ জানিয়েছে, “কোনো সিদ্ধান্তে পৌঁছনোর আগে আরো নিশ্চিত হতে চায়। এর জেরে প্রমাণ জোগাড় করার প্রক্রিয়া চলছে। পাশাপাশি এও জানতে চাইছে যে, গ্রেফতাররত ১৩ জন ছাত্রের বাইরে আর কোনো অভিযুক্ত হস্টেলে র্যাগিংয়ের সাথে যুক্ত ছিল কি না।