নিজস্ব সংবাদদাতাঃ আসানসোলঃ রবিবার মধ্য রাতেরবেলা আসানসোল উত্তর থানার পুলিশ আসানসোলের জুবলিমোড়ে অভিযান চালিয়ে ১৯৩ কিলোগ্রাম গাঁজা ভর্তি দুটি গাড়ি আটক করে এক জন মহিলা সহ চার জনকে পাকড়াও করেছেন।
পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে দুটি গাড়ি আটক করেন। এই দুটি গাড়ি থেকে ১৯৩ কেজি গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে। আর ওই গাড়িতে থাকা এক জন মহিলা সহ চার জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল অভিযুক্তদের আদালতে তোলা হলে পুলিশ নিজেদের হেফাজতে চেয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তদের মধ্যে ধনঞ্জয় সিংহ নামে এক জনের বাড়ি আসানসোলের জামুড়িয়ায়। আর বাকি তিন জন ওড়িশার বাসিন্দা। পুলিশ অনুমান করেছেন যে, এই বিপুল পরিমাণ মাদক পাচারের পিছনে বড়ো কোনো চক্রের যোগ রয়েছে। আপাতত ওই গাঁজা কোথায় কি উদ্দেশ্য নিয়ে যাওয়া হচ্ছিল তা জিজ্ঞাসাবাদের পাশাপাশি পুরো ঘটনাটি ভালোভাবে তদন্ত করে দেখা হচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here