রাজ খানঃ বর্ধমানঃ বর্ধমানের আউশগ্রামের প্রতাপপুর ডাঙ্গাপাড়া হাই স্কুলের বুথের সামনে পুলিশ জমায়েত সরাতে গেলে বাধা প্রদান করেন আউশগ্রামের ভাল্কি অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি অরূপ মিদ্যা।
https://www.youtube.com/watch?v=LsWIfFfX0oI
তৃণমূল নেতা অরূপ মিদ্যা পুলিশকে হুঁশিয়ারি দিয়ে বলেন, “শীতলকুচি করতে যাবেন না। তিনদিন পর আমাদের সরকার আসবে। তখন আপনাকে দেখে নেব”।
Sponsored Ads
Display Your Ads Here
https://www.youtube.com/watch?v=jLpF-dYoS7U
Sponsored Ads
Display Your Ads Hereএদিন ১৫৩ নম্বর বুথের সামনে জমায়েত ছিল। আর পুলিশ সেই জমায়েত সরাতে গেলে অরূপ মিদ্যা পুলিশের সঙ্গে বির্তকে জড়িয়ে পড়েন। কিন্তু পরে অরূপ মিদ্যা তার পুলিশকে হুঁশিয়ারি দেওয়ার ঘটনাটি সম্পূর্ণ অস্বীকার করেছেন।