বর্ধমান জেলা জুড়ে চলছে পুলিশী অভিযান
রাজ খানঃ বর্ধমানঃ সকাল ১০ টার পর জরুরী প্রয়োজন ছাড়া রাস্তায় বের হলেই পুলিশী জিজ্ঞাসাবাদ চলছে।
আজ সকাল ১০ টার পর থেকেই বর্ধমান শহরের বিভিন্ন জায়গায় পুলিশের অভিযান শুরু হয়েছে। বর্ধমান থানার পুলিশ বর্ধমান শহরের বীরহাটা, কার্জনগেট এলাকা সহ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে আটক করে।
এমনকি পুলিশকে দেখে একজন যুবক বাইক ফেলে ছুটলে পুলিশও ওই যুবককে পিছু তাড়া করে ধরে ফেলে। এরপর আটক করে।
সকাল ১০ টার পর বাইক ও চারচাকা নিয়ে বের হলেই পুলিশের কাছে জিজ্ঞাসাবাদের মুখোমুখি পড়তে হচ্ছে। আর বাইরে বের হওয়ার উপযুক্ত কোনো কারণ না দেখাতে পারলেই পুলিশ আটক করছে।